লোকালয় ২৪

উইম্বলডনের নতুন রানী কেরবার

উইম্বলডনের নতুন রানী কেরবার

খেলা ডেস্ক : পারলেন না সেরেনা উইলিয়ামস। দীর্ঘ দিন পর কোন গ্রান্ড স্লামের ফাইনালে উঠে খালি হাতেই ফিরতে হলো তাকে। ১০ মাস আগে মা হওয়া সেরেনা উইলিয়ামস টেনিসের অভিজাতপূর্ণ গ্রান্ডস্লাম উইম্বলডনের ফাইনালে জার্মান সেনসেশন অ্যাঞ্জেলিক কেরবারের কাছে সরাসরি সেটে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকেন।

ম্যাচ শুরুর আগে থেকেই বেশ আলোচনা হচ্ছিল সেরেনা উইলিয়ামসকে নিয়ে। দীর্ঘদিন পর খেলতে এসে ফাইনালে উঠলেও কতটুকু নিজের সেরাটা দিয়ে খেলতে পারবেন তিনি সেটা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। মাঠের খেলাতেই বুঝা গেল এখন আর সেই আগের সেরেনা নেই তিনি।

৬-৩, ৬-৩ সেটে সেরেনাকে হারিয়ে প্রথমবার উইম্বলডনের শিরোপা জিতেন কেরবার। ১৯৯৬ সালে সর্বশেষ জার্মান হিসেবে নারী উইম্বলডন জিতেছিলেন স্টেফি গ্রাফ। তারপরে কেরবারই প্রথম জার্মান টেনিস তারকা হিসেবে উইম্বলডন জিতেছেন তিনি।