লোকালয় ২৪

ঈশ্বরদীতে ৩২৫ রেলযাত্রীর জরিমানা!

ঈশ্বরদীতে ৩২৫ রেলযাত্রীর জরিমানা!

লোকালয় ডেস্কঃ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৩২৫ যাত্রীর জরিমানা করা হয়েছে। এসব যাত্রীর কাছ থেকে জরিমানা ও ভাড়াসহ ৪৮ হাজার টাকা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পযন্ত ঈশ্বরদী জংশন স্টেশনে এ অভিযান পরিচালনা করে রেল কর্তৃপক্ষ।

পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাট আন্তঃনগর ৭৫৫ নম্বর মধুমতি এক্সপ্রেস, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭১৫ নম্বর আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৬ নম্বর আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭২৬ নম্বর রূপসা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময়ে পৌঁছালে ব্লক চেকিং অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপস্থিত ছিলেন-পাকশি বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল হালিম মিঠু, গোলাম কিবরিয়া, গৌড় চন্দ্র সিং প্রমুখ।

এ সময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনের ৩২৫ যাত্রীর কাছ থেকে ৪৮ হাজার টাকা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।