“ঈমান কি”

“ঈমান কি”

lokaloy24.com
lokaloy24.com

ছালেহ্ আব্দুর রাজ্জাক ॥ দুরুদ ও সালাম নাযিল হোক প্রিয়নবী মুহাম্মদ (ছাঃ) ও তাঁর পরিবারবর্গ এবং সাহাবায়ে কিরামদের উপর।
একদা জিবরাঈল (আঃ) কর্তৃক রাসুল (ছাঃ) এর কাছে ঈমান, ইসলাম ও ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন আর তাকে দেওয়া রাসুল (ছাঃ) এর উত্তর। তারপর তিনি বললেনঃ জিবরাঈল (আঃ) তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। তিনি এসব বিষকে দ্বীন বলে আখ্যায়িত করেছেন। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসুলুল্লাহ (ছাঃ) জনসমক্ষে বসা ছিলেন, এমন সময় তাঁর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাস করলেন ‘ঈমান কি’? জবাবে তিনি বল্লেনঃ ঈমান হল আপনি বিশ্বাস রাখবেন আল্লাহ্র প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, (কিয়ামতের দিন) তাঁর সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তাঁর রাসুলগনের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞাসা করলেন, ‘ইসলাম কি’? তিনি বল্লেনঃ ‘ইসলাম’ হল আপনি আল্লাহ্র ইবাদত করবেন এবং তাঁর সঙ্গে কিছুই শরীক করবেন না, সালাত কায়েম করবেন, ফরয যাকাত আদায় করবেন এবং রমযানের সাওম পালন করবেন। ঐ ব্যক্তি জিজ্ঞাসা করলেন ‘ইহসান কি’? জবাবে তিনি বল্লেনঃ আপনি এমনভাবে আল্লাহ্র ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে (বিশ্বাস রাখবেন যে) তিনি আপনাকে দেখছেন। ঐ ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ‘কিয়ামত কবে হবে’? তিনি বল্লেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি জানেন না। তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছিঃ বাঁদী যখন তাঁর প্রভুকে (মালিক) প্রসব করবে এবং উঠের নগণ্য রাখালেরা বড় বড় অট্রালিকা নির্মানে প্রতিযোগিতা করবে। (কিয়ামতের বিষয়) সেই পাঁচটি জিনিষের অন্তর্ভুক্ত, যা আল্লাহ্ ছাড়া কেউ জানে না। এরপর রাসুলুল্লাহ (ছাঃ) এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেনঃ ‘কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ্রই নিকট………..’।
(সূরা লোকমানঃ ৩৪) এরপর ঐ ব্যক্তি চলে গেলে তিনি বল্লেনঃ ‘তোমরা তাকে ফিরিয়ে আন’। তাঁরা কিছুই দেখতে পেল না। তখন তিনি বল্লেন, ‘ইনি জিব্রাইল (আঃ)। লোকদেরকে তাদের দ্বীন শেখাতে এসেছিলেন। আবু আব্দুল্লাহ্ বুখারী (রহঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ছাঃ) এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। (সহীহ বুখারী ১/৪৮ ইঃ ফাঃ)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com