অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় পবিত্র ঈদুল ফিতরের দিনেও নিরীহ মুসলিমদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় শুক্রবার গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ পোস্টের ওপর এ হামলা চালায় দখলদার ইসরায়েলের সেনারা।
ইসরাইলি সেনারা শুক্রবার বিকেলে রাফা শহরের পূর্বে অবস্থিত বুর্জ আল-আহমারের কাছে হামলা চালায়। এতে এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায় নি।
এদিকে, পশ্চিম তীরের নাবি সালিহ এলাকায় দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনের দুই তরুণ আহত হয়েছে। তারা দুজনই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।