সংবাদ শিরোনাম :
ঈদের অগ্রিম বাসের টিকিট বিক্রি স্থগিত

ঈদের অগ্রিম বাসের টিকিট বিক্রি স্থগিত

নিজস্ব প্রতিবেদকপবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি স্থগিত করেছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। নিরাপদ সড়কের দাবিতে দেশের সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে রোববার এই সিদ্ধান্ত জানিয়েছে সংগঠনটি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ আগস্ট, রোববার সকাল থেকেই দূরপাল্লার বাসগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরুর কথা ছিল। কিন্তু বাস মালিকরা জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতির কারণেই টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে আজ অষ্টম দিনের মতো রাজপথে আন্দোলন করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তবে ভাঙচুরের অজুহাতে আন্দোলনের শুরু থেকেই রাজধানীর আভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রেখেছিল বাস মালিকরা।

বাস মালিকরা বলছে, ‘আন্দোলনের মধ্যে বাসের শিডিউলের কোনো ঠিক নেই। অনিয়মিতভাবে দিনের বিভিন্ন সময় বাস চলাচল করছে। কাজেই বাস চলাচল শুরুর পরই অগ্রিম টিকিট বিক্রির দিনক্ষণ নির্ধারণ করা হবে। পরিস্থিতি ঠিক হলে এমন হতে পারে আগামীকালই অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com