লোকালয় ২৪

ঈদকে সামনে রেখে অভিনব কায়দায় সেভেন আপের প্রতারনা!

অনলাইন ডেস্ক: হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে সেভেন আপের কেসের ভিতর মেয়াদোত্তীর্ণ সেভেন আপের বোতল (৫০০ মিলি) পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন মোতালেব ফকির নামে এক মোদী ব্যবসায়ী। শনিবার সন্ধায় পরিবেশক সৈয়দুজ্জামানের ডিএসআর হানিফ (২৪) ও রায়হান (১৮) ঈদকে সামনে রেখে উক্ত ব্যবসায়ীর দোকানে তিন কেস (৭২ বোতল) সেভেন আপ বিক্রি করতে যান। মোতালেবের সাথে কথা বললে তিনি জানান, কেস একপাশে খোলা দেখে তার সন্দেহ হয়। পরে ভিতর থেকে প্রতি কিট থেকে ৩টি করে মোট ৯টি মেয়াদোত্তীর্ণ সেভেন আপের বোতল খুঁজে পান। যার তারিখ গুলো ঘষে তুলে ফেলা হয়েছে বলে জানান অভিযোগকারী দোকানদার। এই খবর তৎক্ষনাৎ পুরো বাজারে ছড়িয়ে পড়লে পরিবেশক লোক পাঠিয়ে মেয়াদোত্তীর্ণ মালগুলো ফেরত নিয়ে যান। এই বিষয়ে আশপাশের অন্যান্য দোকানদারগণ অভিযোগ করে বলেন, ঈদকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ যত মাল রয়েছে সবগুলো মাল অভিনব কায়দায় কেসের ভিতর ঢুকিয়ে বাজারজাত করছেন পরিবেশক সৈয়দুজ্জামান। এ নিয়ে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে পরিবেশক সৈয়দুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, বরাবরের মতো এসআর হানিফ ও রায়হান মাল নিয়ে বিতরণ করতে যান। এ মেয়াদোত্তীর্ণ মাল কেসের ভিতরে কেমনে প্রবেশ করলো তার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। পরে ডিএসআর রায়হানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা শুধু বিতরণ করি। আমাদেরকে ডিলার যেইভাবে দেয় সেইভাবেই দোকানে গিয়ে দিয়ে আসি। আমরা কিছুই জানিনা। উলে­খ্য পরিবেশক সৈয়দুজ্জামান ধারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।