সংবাদ শিরোনাম :
ইয়েমেনে আমিরাতের গোপন কারাগার, চলছে নির্মম নির্যাতন যুদ্ধাপরাধ

ইয়েমেনে আমিরাতের গোপন কারাগার, চলছে নির্মম নির্যাতন যুদ্ধাপরাধ

ইয়েমেনে আমিরাতের গোপন কারাগার, চলছে নির্মম নির্যাতন যুদ্ধাপরাধ

অনলাইন ডেস্ক: ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের গোপন কারাগারে আটক ব্যক্তিদের সঙ্গে যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা টিভি চ্যানেল।

খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের দক্ষিণের কিছু এলাকা দখলে নিয়ে সেখানে গোপন কারাগার প্রতিষ্ঠা করেছে এবং সেসব কারাগারে ইয়েমেনিদের নির্যাতন করা হচ্ছে বলে এর আগেও খবর প্রকাশিত হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে আরব আমিরাত যেসব গোপন বন্দিশালা গড়ে তুলেছে সেখানে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে যা যুদ্ধাপরাধের শামিল। এ বিষয়ে অবিলম্বে তদন্ত দাবি করেছে সংস্থাটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরব আমিরাতের মদদপুষ্ট অস্ত্রধারীরা গোপন কারাগারগুলোতে নির্মম নির্যাতনে জড়িত রয়েছে।

এর আগে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, দক্ষিণ ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের ১৮টি গোপন কারাগার রয়েছে এবং সেগুলোতে দুই হাজারে বেশি বন্দিকে আটক রেখে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com