সংবাদ শিরোনাম :
ইসি বলল, জামায়াত নেতাদের প্রার্থিতা থাকছে

ইসি বলল, জামায়াত নেতাদের প্রার্থিতা থাকছে

ইসি বলল, জামায়াত নেতাদের প্রার্থিতা থাকছে
ইসি বলল, জামায়াত নেতাদের প্রার্থিতা থাকছে

লোকালয় ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫টি আসনে জামায়াত নেতাদের প্রার্থিতা বহালের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, আইনগতভাবে প্রার্থিতা বাতিলের এখতিয়ার নেই ইসির।

এর আগে, গত ১৮ ডিসেম্বর তিন কার্যদিবসের মধ্যে জামায়াতে ইসলামীর ২৫ জন সদস্যের প্রার্থিতা বাতিলের জন্য করা আবেদনের নিষ্পত্তি করতে নির্দেশ দেয় হাইকোর্ট। নির্বাচনে ওই প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন চার ব্যক্তি।

উল্লেখ্য, হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশন থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয়। এরপর ইসি চলতি বছরের ২৯ নভেম্বর চূড়ান্তভাবে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

জামায়াত নেতাদের ২২ জন বিএনপির ধানের শীষ প্রতীক এবং অন্য তিনজন স্বতন্ত্রভাবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com