লোকালয় ২৪

ইসলামিক ফাউন্ডেশন ১০১০টি ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠা করবে

দেশের সকল জায়গায় দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন এক হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। আজ সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দের সাঙ্গে এক মতবিনিময় সভায় ফাউন্ডেশনর মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল এ কথা বলেন।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষা ও দ্বীনি দাওয়াতের ভূমিকা অপরিসীম উল্লেখ করে ডিজি বলেন, এই মাদ্রাসাগুলো সারা দেশব্যাপী দ্বীনি শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামের সঠিক দর্শন জাতির সামনে তুলে ধরার ব্যাপারে মহাপরিচালক সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সকল উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন।