লোকালয় ২৪

ইভিএম মেশিন নষ্ট হওয়ায় চট্টগ্রামের ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

ইভিএম মেশিন নষ্ট হওয়ায় চট্টগ্রামের ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

লোকালয় ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরের এস এস খালেদ রোডের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের প্রাঙ্গণে অবস্থিত ২টি কেন্দ্রে দুটি ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ায় ভোট দিতে পারছেন না হাজার খানেক ভোটার।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বলেন, আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর একটি যন্ত্র বিকল হয়ে যায়। ওই যন্ত্রে ৪৫০ জন ভোটারের ভোট আছে। তাঁরা ভোট দিতে পারছেন না। নির্বাচন কমিশন কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা বেলা ২টা নাগাদ ইভিএম মেশিন পাঠাবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। এরপরে আবার ভোট গ্রহণ শুরু হবে।

অপরদিকে, লোকপ্রশাসন প্রাঙ্গণের আরেকটি কেন্দ্রে একটি ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ায় প্রায় ৫০০ ভোটারও ভোট দিতে পারছেন না।

প্রসঙ্গত আজ শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ৷ বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত৷ সারা দেশে ৪০ হাজার ১শ’ ৮৩টি ভোটকেন্দ্রে ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪শ’ ৮০ জন মানুষ ভোট দিচ্ছেন৷

এবারই প্রথম ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করে নির্বাচন হচ্ছে৷ সেগুলোর ফল পাওয়া যাবে বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে৷ এছাড়া রাত ১০টা থেকে ১২টা নাগাদ মোটামুটি নিশ্চিত হওয়া যাবে কারা গঠন করতে যাচ্ছে পরবর্তী সরকার৷