ইতালিতে ফিরেই কোয়ারেন্টিনে রোনালদো

ইতালিতে ফিরেই কোয়ারেন্টিনে রোনালদো

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরপরই দেশে ফিরে যান জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় দেড় মাস পর আবারো ইতালি ফিরছেন সিআর৭।

আগামী ৪ এপ্রিল থেকে এককভাবে অনুশীলনে নামবেন ফুটবলাররা। মৌসুমের বাকিটা শুরুর আশায় আছে দলগুলো। সেই আশাকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ইতালিতে ফিরে আসছেন রোনালদো। কিন্তু ফিরেই তিনি যোগ দিতে পারবেন না অনুশীলনে। থাকতে হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিনে।

করোনার দাপট আগের চেয়ে কিছুটা কমেছে দেশটিতে। সোমবার সেখানে করোনা শনাক্ত হয়েছেন নতুন ২৯০ জন, মোট আক্রান্তের সংখ্যা ১০৫,৮১৩। এদিনের ৩৩৩ জনসহ মোট প্রাণহানি হয়েছে ২৬,৯৭৭ জনের। তাই করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত নিয়ম অনুযায়ী ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকবেন রোনালদো। তার মানে জুভেন্টাস সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারবেন মে মাসের মাঝামাঝি সময়ে।

ইতালি ফুটবলের শীর্ষ লিগ সিরি আ’র এখনো ১২ রাউন্ড বাকি। ২৬ ম্যাচ শেষে রোনালদোর জুভেন্টাস ৬৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর সংগ্রহ ৬২ পয়েন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com