লোকালয় ২৪

আ স ম রবের বদলে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল

আ স ম রবের বদলে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার– জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বদলে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

শনিবার রাতে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আমাদের  বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য সুলতান মুহাম্মদ মনসুর বলেন, মির্জা ফখরুল ইসলামকে মুখপাত্র করার তেমন কোনো কারণ নেই। মুখপাত্র পদটি ঐক্যফ্রন্টে পরিবর্তন যোগ্য। নিয়মিত পরিবর্তন হবে। এরপর অন্য কেউ মুখপাত্র হবেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর  মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক থেকে বেরিয়ে আচমকা আ স ম আব্দুর রব ঘোষণা করেছিলেন, তাকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র করা হয়েছে। তাই এখন থেকে ড. কামাল হোসেন ও তার ছাড়া কারও বক্তব্য ঐক্যফ্রন্টের বলে বিবেচিত হবে না।