লোকালয় ২৪

আলোর ফেরিওয়ালা এখন হবিগঞ্জের মাধবপুরে

আলোর ফেরিওয়ালা এখন হবিগঞ্জের মাধবপুরে

নিজস্ব প্রতিনিধি: ‘প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রকল্প বাস্তবায়ন করতে আলোর ফেরিওয়ালা’ এখন মাধবপুরে।

ফোন করার ৫ মিনিটেই বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি নিয়ে মঙ্গলবার দুপুরে মাধবপুরে ‘আলোর ফেরিওয়ালা’ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পল্লীবিদ্যু সমিতি নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. মোশারফ হোসেন, সমিতির সভাপতি মিজানুর রহমান চকদার, জুনিয়র ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ওয়ারি ইন্সপেক্টর আব্দুল সালাম, সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম, লাইনম্যান ফয়েজ হোসেন, প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, বঙ্গবন্ধু পরিষদ উপজেলার সাধারণ সম্পাদক মাখন চকদার প্রমুখ।

বিদ্যুৎ কর্মকর্তারা জানান- ভ্যান অথবা টমটম (অটোরিক্স) দিয়ে বিদ্যুৎ ফেরি করে রাজপথে ঘুরছেন কয়েকজন লোক। তাদের কাছে বৈদ্যুতিক নানান সরঞ্জাম। কাগজপত্র রেডি করে ফোন করার ৫ মিনিটেই বিদ্যুৎ নিয়ে হাজির হন সবুজ কোকিলরা। মিটারের জামানত বাবদ সরকার নির্ধারিত ৪৫০ টাকা দিলেই সাথে সাথে দেয়া হয় বিদ্যুৎ সংযোগ।