লোকালয় ২৪

আলু-পেঁয়াজের ব্যাগে ২২ লাখ টাকা!

আলু-পেঁয়াজের ব্যাগে ২২ লাখ টাকা!

ক্রাইম ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর আলু-পেঁয়াজের ব্যাগ থেকে ২২ লাখ টাকা সমমূল্যের ব্রিটিশ পাউন্ড ও মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে মালয়েশিয়াগামী যাত্রী কাজী মো. সেলিমের ব্যাগ থেকে ১৮ হাজার ৫০০ ব্রিটিশ পাউন্ড ও এক হাজার ৪০০ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মো. সহিদুল ইসলাম বলেন, ‘বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে পাচার হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্যরা বহির্গমন এলাকায় অবস্থান নেন। সন্দেহভাজন সেলিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ মুদ্রা পাওয়া যায়।’
আলু-পেঁয়াজের ব্যাগে  ব্রিটিশ পাউন্ড ও মালয়েশিয়ান রিঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার রুকবা ইফফাত। তিনি  বলেন, ‘যাত্রী সেলিম প্রথমে অনুমোদিত সীমার বাইরে বৈদেশিক মুদ্রা থাকার কথা অস্বীকার করেন। পরে ব্যাগেজ কাউন্টারে এনে তল্লাশি করা হলে তার ব্যাকপ্যাকে আলু ও পেঁয়াজ পাওয়া যায়। অধিকতর তল্লাশি করা হলে ওই ব্যাগের লাইলনের ভেতরে লুকানো অবস্থায় ১৮ হাজার ৫০০ ব্রিটিশ পাউন্ড ও এক হাজার ৪০১ মালয়েশিয়ান রিঙ্গিত পাওয়া যায়।’

তিনি জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।