লোকালয় ২৪

আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মুফতি দিনারপুরী আর নেই

আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মুফতি দিনারপুরী আর নেই

নবীগঞ্জের দেশ বরেন্য আলেমে দ্বীন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মুফতি শেখ গিয়াস উদ্দিন আহমদ ছাহেব কিবলা দিনারপুরী আর নেই
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
দেশ বরেন্য আলেমে দ্বীন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল ইজপুর গ্রামের কৃতি সন্তান দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রতিষ্টাতা হযরত মাওলানা মুফতি শেখ গিয়াস উদ্দিন আহমদ ছাহেব কিবলা দিনারপুরী (৬৯) আর নেই। তিনি গত ৫ই মে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ….রাজিউন। উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সাতাইহাল মাঠে অনুষ্টিত হয়। উক্ত জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা ভাইস চেয়াম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা মুক্তিযোদ্বা সংসদসের সাবেক কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, মাওলানা নুর উদ্দিন জঙ্গী, মাওলানা কাউছার আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন আত তাহেরী, মাওলানা জালাল আহমেদ আখনজি, মাওলানা ফারুক আহমেদ, মাওলানা আশরাফুল ওয়াদুদ, সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী, মাওলানা রফিকুল ইসলাম জাফরী, মাওওলানা মনিরুল ইসলাম মুরাদ পীর সাহেব, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা মুশাহিদ আলী, মাওলানা ফয়জুল করিম, মাওলানা শিব্বির আহমেদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলী, মাওলানা মুহিবুর রহমান জালালি, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকি, মাওলানা শফিকুল হাছান রেজভী, মাওলানা আমিরুল রানিম, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা শেখ হাবিবুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, সাংবাদিক মিলাদ হোসেন সুমন, যুবনেতা শেখ মিহাজ উদ্দিন, আব্দুল মালিক খান প্রমুখ। মরহুমের নামাজ ঈমামতি করেন তার ছেলে দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার সুপার মাওলানা শেখ ফরহাদ সাদ উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ আব্দুল করিম ছাহেব কিবলা সিরাজনগরী।