লোকালয় ২৪

‘আর্জেন্টিনার ভক্তরা ভাড়া না দিলেও চলবে, তবে ব্রাজিল ভক্তদের রিকশায় তুলি না!’

‘আর্জেন্টিনার ভক্তরা ভাড়া না দিলেও চলবে, তবে ব্রাজিল ভক্তদের রিকশায় তুলি না!’

লোকালয় ডেস্কঃ আমির হামজা। বয়স ৩৫ বছর। পেশায় একজন রিকশাচালক। তেজগাঁওয়ের বেগুনবাড়ির একটি মেসে থাকেন তিনি। ১০ বছর ধরে রিকশা চালান ঢাকা শহরে। ছোটবেলা থেকেই তিনি আর্জের্ন্টিনার মেসিদের ভক্ত। এইজন্য মাঝে মধ্যে ব্রাজিল সমর্থক রিকশাওয়ালাদের নানা কথাও শুনতে হয় তাকে।

আমির হামজা বলেন, ‘আমার দলের সমর্থক মামাদের জন্য রিকশা ভাড়া চাওয়া-চাওয়ির কিছু নাই। আর্জেন্টিনার ভক্তরা ভাড়া দিলেও চলবে, না দিলেও চলবে। ভাড়া ২০ টাকা হলে আমি তাদের কাছে ১০ টাকা চাই। খেলা শুরু হওয়ার দিন থেকেই আমি অর্ধেকের বেশি ভাড়া চাই না। তবে ভাড়া কম চাইলে অনেক সময় তারা খুশি হয়ে ভাড়া বাড়িয়ে দেয়। তবে ব্রাজিলের জার্সি পরা কেউ থাকলে আমি তাঁকে আমার রিকশায় তুলি না।

কিছুক্ষন আগে একজন আর্জেন্টিনার জার্সি পরে রিকশায় উঠেছিলো। তাঁর সঙ্গে কথা বলে ভালো লাগায় আমি ভাড়া নেইনি। তখন সেই মামা রিকশা থেকে নেমে আমাকে চা-কলা-কেক খাওয়ালো। ভালোই লেগেছে।’

তিনি আরো বলেন, ‘আর্জেন্টিনা যেদিন হেরে গিয়েছিল সেদিন ব্রাজিল সমর্থকদের অত্যাচারে আমাকে পতাকা খুলে ফেলতে হয়েছিল। কত ব্রাজিল সমর্থক রিকশাওয়ালা যে কত কিছুই বলেছিলো। আজ খেলা দেখব শাহবাগ মোড়ে। জিতে তারপর বাসায় ফিরব।’