আমার হাতে রক্তের দাগ নেই: এরশাদ

আমার হাতে রক্তের দাগ নেই: এরশাদ

আমার হাতে রক্তের দাগ নেই: এরশাদ
আমার হাতে রক্তের দাগ নেই: এরশাদ

বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘সাধারণ মানুষের কষ্টের দিকে সরকারের নজর নেই। সরকারের নজর কীভাবে ক্ষমতায় থাকা যায় সেদিকে। আমার হাতে রক্তের দাগ নেই। আমরা অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছি। এই কারণে আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কত মানুষ গুম হয়, খুন হয়। তার কোনও ঠিকানা নেই। মানুষ হত্যা করে সরকার ক্ষমতায় থাকতে পারে না। সরকারের টিকে থাকার একমাত্র উপায় হলো মানুষের ভালোবাসা। দেশের মানুষ শান্তি চায়, শান্তিতে ঘুমাতে চায়। একমাত্র জাতীয় পার্টিই সেই শান্তির নিশ্চয়তা দিতে পারে।’

আজ বুধবার (৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ঈদগাহ মাঠে আয়োজিত তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে জেলা জাতীয় পার্টি এ সমাবেশের আয়োজন করে।

নাসিরনগরের উপনির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা নেই। নাসিরনগরে সুষ্ঠু নির্বাচন করে আপনারা (নির্বাচন কমিশন) দেখিয়ে দেন। তাহলে দেশের মানুষের আস্থা ফিরবে। সুষ্ঠু নির্বাচন করে প্রমাণ করুন আপনারা নিরপেক্ষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি যাবে এবং নির্বাচনে জয়ী হয়ে দেশে সুখ-শান্তি ফিরিয়ে আনবো।’ তিনি নাসিরনগরের আসনটি ফিরিয়ে দেওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জিয়াউল হক মৃধার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, ‘আপনারা রংপুরে দেখেছেন। অনেকদিন পর সরকার এবং নির্বাচন কমিশন মিলে একটি সুষ্ঠু নির্বাচন করে দেখিয়েছে। দীর্ঘ ২৭ বছর দেশে কী চলেছে আপনারা দেখেছেন। এখন আর কোনও দলকে দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। শুধু হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতায় দেখতে চায়।’

বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা রংপুরে নির্বাচন নিরপেক্ষ করে দেখিয়েছেন। এবার নাসিরনগরের নির্বাচন করে দেখিয়ে দিন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, মেজর (অব.) খালেদ আক্তার, শফিকুল ইসলাম সেন্টু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com