‘আমার কি মা-বোন নেই!’

‘আমার কি মা-বোন নেই!’

বিনোদন ডেস্ক: শহিদ কাপুর‘বাণিজ্যিক ছবির আইটেম গানে নারীকে বিশেষভাবে উপস্থাপন করা হয়। একজন কন্যাসন্তানের পিতা হিসেবে সচেতনভাবে আপনি এ ধরনের সিনেমার সঙ্গে থাকবেন?’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয় বলিউড তারকা শহিদ কাপুরকে। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের নেওয়া এক সাক্ষাৎকারে ‘বলিউডের আইটেম গান’ প্রসঙ্গে শহিদ কাপুর বলেন, ‘ওই ধরনের ছবির সঙ্গে থাকব কি না, সেই সিদ্ধান্ত নিতে আমাকে একজন কন্যাসন্তানের পিতা হতে হবে? আমার কি মা-বোন বা স্ত্রী নেই! আমি এ বিষয় দুটিকে এক করে দেখি না।’

নতুন ও খ্যাতিমান দুই ধরনের পরিচালকের সঙ্গেই কাজের অভিজ্ঞতা আছে শহিদ কাপুরের। পরিচালক নতুন না খ্যাতিমান, তা নিয়ে ভাবেন না এই অভিনেতা। তিনি মনে করেন, ‘হিট’ বা ‘ফ্লপ’-এর সংখ্যা গুনে কারও মেধার মূল্যায়ন করা যায় না। সম্প্রতি শহিদ শেষ করেছেন শ্রী নারায়ণ সিং পরিচালিত ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির কাজ। আসছে মাসে মুক্তি পাবে ছবিটি। এর আগে এই পরিচালক মাত্র দুটি ছবি নির্মাণ করেছেন। তার মধ্যে একটি অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’।

শহিদ কাপুর বলেন, ‘ছবির সাফল্য দিয়ে কারও মেধার বিচার হয় না। আমি বিশ্বাস করি, যিনি ছবির গল্পটি বলছেন, ছবির বাণিজ্যিক সাফল্য দিয়ে তাঁর মেধা যাচাই করা যাবে না। একজন নির্মাতার পরপর দুটি ছবি বাণিজ্যিকভাবে সফল হয়েছে, আর একেবারে নতুন একজন নির্মাতা—দুজনের মধ্যে কে বেশি মেধাবী? যাঁর ছবি সফল তিনি? তা কিন্তু নয়।’

বিশাল ভারদ্বাজ পরিচালিত ‘কামিনে’, ‘হায়দার’ ও ‘রেঙ্গুন’ ছবিগুলোতে অভিনয় করে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন শহিদ। নিজের প্রচেষ্টা নিয়ে তিনি বলেন, ‘আমি যাঁর সঙ্গে কাজ করি, তাঁর আগের কাজের সাফল্য-ব্যর্থতা নিয়ে আমি ভাবি না। একজন সৃজনশীল মানুষ কখনো তাঁর সর্বোচ্চটা দেবেন, আবার কখনো সেটা পারবেন না। তাই বলে তিনি মেধাহীন নন। অভিনেতা হিসেবে আমি যদি চিত্রনাট্যের প্রতি প্রতিশ্রুতিশীল থাকি, সেখানে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করব।’

ভালো চিত্রনাট্য যাচাই করেন কীভাবে? শহিদ বলেন, ‘একটি দৃষ্টিকোণ থেকে এখন আর কোনো বিষয়কে দেখি না আমি। বরং চূড়ান্ত কাজটির সম্ভাবনা খোঁজার চেষ্টা করি। ছবি নির্মাণের সবগুলো পদক্ষেপ দেখে বুঝতে চেষ্টা করি যে, সেটা ভালো হবে কি না। কেননা একটি ভালো সিনেমার ক্ষেত্রে একটা ভালো গল্পই শেষ কথা নয়। দক্ষ লোকজন থাকলেও ছবিটি কীভাবে নির্মিত হবে, সেটাই আসল।’ ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে তরুণ পরিচালক অভিষেক চৌবের ক্ষেত্রে হয়তো সেটিই করেছেন এই অভিনেতা।

তারকাবহুল ছবিতে কাজ করা প্রসঙ্গে শহিদ বলেন, ‘কাজ করতে গেলে আমি পুরা চেহারাটাই বদলে ফেলি, পূর্ণ শক্তি বিনিয়োগ করি। মাত্র তিন-চারটি দৃশ্যের জন্য সেটা করা কোনো কাজের কথা হবে না। তবে পূর্ণ চরিত্রের ক্ষেত্রে আমি তারকাবহুল ছবির পক্ষে।’

‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে শহিদের নায়িকা হিসেবে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ছবিটি মুক্তি পাবে ২১ সেপ্টেম্বর। মিড-ডে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com