ক্রাইম ডেস্কঃ পুলিশ কনস্টেবল মোহাম্মদ ইব্রাহিম ইসলাম দাবি করেছেন, তাঁকে ছুরিকাঘাত করেই অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা করেন ফয়জুর রহমান।
ইব্রাহিম (২৪) বর্তমানে সিলেট বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই গতকাল বৃহস্পতিবার দুপুরে আলাপকালে ওই দাবি করেন তিনি।
পুলিশ লাইনস হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, ইব্রাহিমের হাতের কবজিতে ক্ষত ছিল। সেখানে তিনটি সেলাই লেগেছে। আরও দুই-তিন দিন হাসপাতালে রাখার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হবে।
জাফর ইকবালের ওপর হামলার আগের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার পেয়েছে। ওই ছবিতে দেখা গেছে, সোফায় বসা জাফর ইকবালসহ অন্যান্য শিক্ষক। পেছনে তিন পুলিশ সদস্য। তাঁদের মধ্যে দুজন ছিলেন মুঠোফোনে ব্যস্ত। অন্যজন কনস্টেবল ইব্রাহিম।
ইব্রাহিম বলেন, ‘অনুষ্ঠানে বেশির ভাগ সময় ছাত্ররা স্যারের পেছনে ছিলেন। হঠাৎ আমার বাঁ দিকে এক যুবককে উদ্যত অবস্থায় দেখি, তখনই আমার সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে বাঁ হাতে নিজের অস্ত্র ধরে ডান হাত দিয়ে তাকে ধরতে যাই, তখনই আমার হাতে ছুরিকাঘাত করে স্যারের ওপর হামলে পড়তে দেখি। এরপর আর কিছু মনে নেই।’