নয়াদিল্লি: একাধিকবার যৌন হেনস্থা করা হয়েছে। অফিসের সহকর্মীদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির এক মহিলা কর্মী। চার সহকর্মীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। অভিযুক্তদের মধ্যে এক উচ্চপদস্থ আধিআরিকও রয়েছে।
মহিলার অভিযোগ, আড়াই বছর ধরে তাঁর সঙ্গে এই ধরনের ঘটনা চলেছে। যৌন হেনস্থার শিকার হতে হয়ে তাঁকে। শুধু তাই নয়, সেইসব ঘটনার ভিডিও রেকর্ডও করে ওই সহকর্মীরা। তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে জানিয়েছেন তিনি।
এব্যাপারে তিনি উচ্চপদস্থ আধিকারিকদেরও জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৪ তে স্বামীর মৃত্যুর পর ডেভেলপমেন্ট অথরিটিতে চাকরি পান ওই মহিলা। ডেপুটি পুলিশ কমিশনার রোমিল বানিয়া জানিয়েছেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ইতিমধ্যেই দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা করেছেন ওই মহিলা। ডিডিএ কর্তৃপক্ষও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।