আবার ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে

আবার ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে

লোকালয় ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক দুই খুনিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।

আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের সিরাজুল হক মুক্ত মঞ্চে আয়েজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এ শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় রাত হচ্ছে ১৫ আগস্ট। এই ১৫ আগস্ট আমাদের প্রাণপ্রিয় নেতা যার নাম বাংলাদেশের সাথে যুক্ত সে বঙ্গবন্ধুকে কিছু মীরজাফর, কিছু বিশ্বাসঘাতক নির্মমভাবে হত্যা করে। বাংলার মানুষের জন্য তিনি আজীবন ত্যাগ স্বীকার করেছিলেন, তাঁর লাশ ১৬ ঘণ্টা ফেলে রাখা হয়েছিল।

এ সময় আনিসুল হক বলেন, আমেরিকায় পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এ নিয়ে আমেরিকা সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে কবে ফিরিয়ে আনা হবে সেটা নিয়ে সবার কৌতূহল। আগামীতে ক্ষমতায় এলে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে। আর কানাডায় থাকা নূর চৌধুরীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে কানাডায় আইন আছে, যদি কোনো দেশে অন্যায়ের জন্য মৃত্যুদণ্ড সাজা থাকে তাহলে তাকে সে দেশে পাঠানো হয় না। তারা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড মানে না।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়ছার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com