লোকালয় ২৪

আফ্রিকায় প্রায় ১ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  আফ্রিকায় প্রায় ১ হাজার স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার আঞ্চলিক পরিচালক ড. মাতশিদিসো মোয়েতি এ তথ্য জানান। খবর সিএনএনের।

তিনি বলেন, প্রায় ১ হাজার স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আমরা চিন্তিত। সামনের সারির এসব কর্মী যখন অসুস্থ বা কাজে অনুপস্থিত থাকে তখন টিকাদান, নিরাপদ প্রসব, দীর্ঘস্থায়ী এবং সংক্রামক রোগের মতো জরুরি সেবা থেকে মানুষ বঞ্চিত হয়।

মহামারি করোনা ঠেকাতে আফ্রিকার দেশ কেনিয়া এরইমধ্যে যন্ত্রপাতি বসিয়ে মাস্ক, গাউন এবং হ্যান্ড সেনিটাইজার উৎপাদন শুরু করেছে।

এ বিষয়ে তিনি বলেন, বেশ কিছু দেশ এক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ শুরু করেছে যাতে চলমান পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়।

আফ্রিকায় এ পর্যন্ত ৫১ হাজার করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।