লোকালয় ২৪

আন্তর্জাতিক ফুটবলে দুই মাস নিষিদ্ধ ব্রাজিলের জেসুস

আন্তর্জাতিক ফুটবলে দুই মাস নিষিদ্ধ ব্রাজিলের জেসুস

কোপা আমেরিকার সর্বশেষ আসরের ফাইনালে বাজে আচরণের শাস্তিস্বরূপ ২ মাস নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। তবে এই নিষেধাজ্ঞা শুধুই আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে প্রযোজ্য।

দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’ বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে জেসুসকে ৩০ হাজার মার্কিন ডলার জরিমানার কথাও জানিয়েছে।

তারা জানিয়েছে, কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে অখেলোয়াড় সুলভ আচরণের জন্য এ শাস্তি দেওয়া হয় ২২ বছর বয়সী এই ফুটবলারকে।

ওই ফাইনালের ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল জেসুসকে। কিন্তু বিষয়টি মানতে পারেননি ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে হাত দিয়ে আপত্তিকর ইশারা করেন তিনি। শুধু তাই নয়, মাঠ থেকে বের হতে গিয়ে সাইড লাইনে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিকেও ধাক্কা মারেন তিনি।

শাস্তি ঘোষণা করলেও এর বিরুদ্ধে জেসুস ও ব্রাজিল আপিল করতে পারবেন। এখন দেখার বিষয় তারা আপিল করেন কিনা। তবে সিদ্ধান্ত বহাল থাকলে আগামী সেপ্টেম্বরে কলম্বিয়া ও পেরু’র বিপক্ষে প্রীতি ম্যাচ মিস করবেন তিনি।