লোকালয় ২৪

আদালতের নির্দেশে দেয়াল গুড়িয়ে দিয়েছে প্রশাসন

আদালতের নির্দেশে দেয়াল গুড়িয়ে দিয়েছে প্রশাসন

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা তালুকদার বাড়ির রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রতিপক্ষরা। আর এতে করে ওই বাড়ির প্রায় ২৫টি পরিবারের চলাচলে ঘটছে মারাত্মক বেঘাত। তবে শেষ পর্যন্ত আদালতে নির্দেশে নির্মাণকৃত দেয়াল গুড়িয়ে দিয়েছে প্রশাসন। গত শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসিকে সাথে নিয়ে তা গুড়িয়ে দেয়। এদিকে, পুলিশ নির্মাণকৃত দেয়াল গুড়িয়ে দিয়ে আসার পর ফের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য পায়তারা ও তালুকদার বাড়ির লোকজনদের বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করছেন তারা।

জানা যায়, ওই গ্রামের তালুকদার বাড়ির হাজী আলফু মিয়ার পুত্র মোঃ মাসুক মিয়াসহ তাদের পরিবারের লোকজন ৪ হাত প্রস্থে একটি রাস্তা তিনিসহ তার পুর্ব পুরুষগণ প্রায় ৬০ থেকে ৭০ বছর যাবত চলাফেরা করে আসছেন। যার কাগজ পত্রও তাদের কাছে রয়েছে। সম্প্রতি ওই রাস্তাটি ভূয়া ভাবে নিজেদের দাবী করে দেয়াল নির্মাণ ও বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একই গ্রামের ফাতির উল্লাহর পুত্র ছায়েদুল হক তার লোকজন। এক পর্যায়ে নিরুপায় হয়ে মোঃ মাসুক মিয়া বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিকার ছেয়ে একটি আবেদন করেন। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে গত শুক্রবার এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসিকে সাথে নিয়ে রাস্তায় নির্মাণকৃত দেয়াল ও বেড়া গুড়িয়ে দেয়। অপরদিকে, পুলিশ দেয়াল গুড়িয়ে দেয়ার আসার পর থেকেই ছায়েদুল হক তার লোকজন মাসুক মিয়া ও তাদের লোকজনের উপর বিভিন্ন ভাবে হুমকি ধামকিসহ ফের আইনশৃঙ্খলা বিঘিœত করার জন্য পায়তারা করে আসছে বলেও অভিযোগ উঠেছে। তাই এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়েছে।