লোকালয় ডেস্কঃ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দায়ের করা মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক মামলায় কারাবন্দি যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দিরে প্রার্থনা করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন জামে মসজিদে শফিকুজ্জামান হিরাজ, পুরাতন পৌরসভা মসজিদে ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, রাজনগর জামে মসজিদ এবং আনোয়ারপুর জামে মসজিদে তাজ উদ্দিন আহমেদ তাজ, ডাকঘর এলাকা জামে মসজিদে মহিউদ্দিন সোহেল, বায়তুল আমান জামে মসজিদে বদরুল আলম, শায়েস্তানগর জামে মসজিদে শেখ উম্মেদ আলী শামীম, উমেদনগর মসজিদে মোঃ দিলুয়ার খান ও সবুজ আহমেদ, রেল স্টেশন মসজিদে রাজা মিয়া, গরুর বাজার জামে মসজিদে জসিম উদ্দিন, উমেদনগর মসজিদে উজ্জ্বল আহমেদ, চৌধুরী বাজার জামে মসজিদে আব্দুর রকিব রনি, সিনেমা হল রোডের মসজিদে আলম মিয়া, শ্যামলী আবাসিক এলাকার জামে মসজিদে শওকত আকবর সোহেল, হাসপাতাল কোয়ার্টার মসজিদে এডভোকেট শেখ আনিসুজ্জামান, আনন্দপুর জামে মসজিদে আলমগীর দেওয়ান, সওদাগর জামে মসজিদে আরেফিন সুমন এবং টাউন মসজিদে ফেরদৌস আহমেদ এই মোনাজাতের আয়োজন করেন।
অপরদিকে শহরের শ্রী শ্রী কালিবাড়ি এবং মহাপ্রভুর আখড়ায় প্রার্থনার আয়োজন করেন সজল রায়, গৌতম কুমার রায়, বিপ্লব রায় চৌধুরী, সেফাল বণিক, এডভোকেট সুবল গোপ, দ্রুবজ্যোতি দাশ টিটু, শান্তনু দাশ অলক, কৌশিক আচার্য্য পায়েল, পংকজ কান্তি দাশ পল্লবসহ যুবলীগ নেতৃবৃন্দ।