লোকালয় ২৪

আটক ২২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: স্কুল-কলেজের শিক্ষার্থীদের সড়কে নৈরাজ্য-বিরোধী আন্দোলনের সময় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের দুটি ভিন্ন মামলায়ে গ্রেপ্তার হওয়া ২২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, দুইদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদেরকে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের আইনজীবীরা শিক্ষার্থীদের জামিনের আবেদন করেন। কিন্তু ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাদেরকে হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এই ২২ আসামি ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, নর্থ সাউথ ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে ১৪ জনকে বাড্ডা থানার পুলিশ গ্রেপ্তার করে আর বাকিদের গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।

আসামিদের বৃহস্পতিবার আদালতে হাজিরের পর তাদের জামিন না মঞ্জুর করার আবেদন করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, মামলার তদন্তের জন্য তাদের পুনরায় জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে।

আসামিদের মধ্যে একজনের আইনজীবী এ কে এম মুহিউদ্দিন ফারুক আদালতের কাছে দাবি করেন, আসামিদের কেউই পুলিশের উপর আক্রমণ করেননি এবং তারা ভাঙচুরেও ছিলেন না। কিন্তু আদালত তার বক্তব্যে সাড়া দেননি।