মোঃ সনজব আলীঃ আজ রাতে তেঘরিয়া চুরি ডাকাতি মহড়া সদর থানার ওসি মাসুক আলী ।পুলিশ সুপার। মহোদয় কর্তৃক ডাকাতি প্রতিরোধে মহড়া দেওয়া হয় । তেঘরিয়া এলাকায় হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্ল্যা বিপিএল পিপিএম (বার) মহোদয়ের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ), মোঃ রবিউল ইসলাম থানার অফিসার ইনচার্জের মোঃ মাসুক আলী এসময় উপস্থিত ছিলেন এডভোকেট আলী আফজাল আপন, রিপোর্টার মোঃ সনজব আলী সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী বলেন রাতে অপরিচিত লোক দেখলে। তাদের বাসা বা বাড়ি কোথায় জানবেন সন্দেহ
হলে হাঠকে রেখে থানায় খবর দিবেন এর সার্বিক তত্বাবধানে এবং হবিগঞ্জ সদর মডেল থানার সকল বিট অফিসারদের আন্তরিক। প্রচেষ্টায় আসন্ন শীতকে সামনে রেখে রাত্রিকালীন চুরি ডাকাতি প্রতিরোধে স্থানীয় যুব সমাজ ও পুলিশের সমন্বয়ে ২নংপুল তেঘরিয়া এলাকা ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাইকিং বা পাহারায় দেওয়া জন্য পাহারা দার দেওয়া জন্য বলেছেন এবং রাত্রিকালীন ১১টা পরে
বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন। হবিগঞ্জ সদর থানা পুলিশের সাথে সমন্বয় করে ডাকাতি প্রতিরোধে সদর থানার যুব সমাজ ও স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গগন এগিয়ে আসায় তাহাদেরকে আন্তরিক সাধুবাদ জানান। সকলের সহযোগিতা পেলে ডাকাতিমুক্ত সদর ।থানা গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার মহোদয়। সদর থানার অফিসার। ইনচার্জের মোঃ মাসুক আলী রাতে আজ নিয়ে এসে তেঘরিয়া এলাকা মাইকিং করে। এছাড়াও তিনি নিজে উপস্থিত থেকে রাত্রিকালীন ডাকাতি প্রতিরোধে মহড়ায় অংশগ্রহন করেন। উল্লেখ্য যে, শীতকালিন সময়ে প্রতি বছরেই সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় ঘটে থাকে। তারই প্রেক্ষিতে এই বছর হবিগঞ্জ যেন ডাকাতিমুক্ত থাকতে পারে এবং প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় প্রবাসীরা যেন দেশে এসে নির্বিঘ্নে আত্মীয় স্বজনের সাথে নিরাপদে থাকতে পারে সেই জন্য জনগনের সাথে সমন্বয় করে হবিগঞ্জ সদর থানা পুলিশ এই উদ্যোগ গ্রহন করেছে।
Leave a Reply