লোকালয় ২৪

আজ রথযাত্রা, সেজে উঠেছে জগন্নাথদেবের শ্রীক্ষেত্র

পুণ্যলগ্নে রথের রশিতে টান দিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর ঢল নেমেছে সৈকত শহরে৷

লোকালয় ডেস্ক: আজ রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষে সেজে উঠেছে পুরী৷ রথযাত্রার পুণ্যলগ্নে রথের রশিতে টান দিতে কয়েক লক্ষ পুণ্যার্থীর ঢল নেমেছে সৈকত শহরে৷ দেশের নানা প্রান্তের মানুষের সঙ্গে ভিড় জমিয়েছেন বহু বিদেশি পযর্টক৷ রথযাত্রার শুরুতেই থাকে বলভদ্রের রথ। বলভদ্রকে বলা হয় গুরুর প্রতীক। এরপর সুভদ্রার রথ। সুভদ্রা হলেন ভক্তির প্রতীক। সবশেষে জগন্নাথের রথ। তিনি হলেন ঈশ্বরের প্রতীক। পুরীর রথ তৈরি হয়েছে ২০৬টি কাঠ দিয়ে। মানবদেহও ২০৬টি হাড় দিয়ে তৈরি। তাই পুরীর রথকে মানবদেহ হিসেবেই দেখা হয়। প্রতি বছরের মত এ বছরও রথযাত্রা দেখতে পুরীতে ভিড় করেছেন অসংখ্য দেশিবিদেশি মানুষ। পা রাখার জায়গা নেই প্রাচীন এই শহরে। স্বাভাবিকভাবেই কঠোর করা হয়েছে পুরীর নিরাপত্তা৷ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ওড়িশা প্রশাসন৷