নিজস্ব প্রতিনিধি: আজ মঙ্গলবার শুভ বিজয়া দশমী। গত পাঁচদিন নানা উদযাপন শেষে সব পূজাম-পেই এখন বিষাদের ছায়া।
সোমবার (৭ অক্টৈাবর) মহানবমী পালনের পর আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের। হিন্দু শাস্ত্র মতে, দুর্গা মা এবার এসেছেন ঘোড়ায়, যাবেনও ঘোড়ায়। দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আসার অর্থ ‘ছত্রভঙ্গস্তুরঙ্গমে’ মানে রাজনৈতিক উত্থান-পতন, সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অপমৃত্যুর শঙ্কা।
পূজা উদযাপন পরিষদের ব্যানারে বিকাল থেকে সিলেটের ক্বিন ব্রিজ এলাকার চাঁদনীঘাটে সুরমার জলে শুরু হবে প্রতিমা বিসর্জন। এদিকে, গতকাল মহানবমীর প্রধান আকর্ষণ ছিল ম-পে ম-পে আরতি প্রতিযোগিতা।
সন্ধ্যা ও রাতকে উজ্জ্বল করে ভক্তরা মেতে উঠেছিলেন নানা ঢঙ্গে, আরতি নিবেদনে। সেই সঙ্গে ছিল দিনভর পুরোহিতদের ত্রি পিটক পাঠ। মন্ডপে মন্ডপে ভক্তদের কীর্তন বন্দনা। যথারীতি এ দিনের পূজা শেষে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগ আরতি করা হয়।
Leave a Reply