লোকালয় ডেস্ক : আজ চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে। তাই সুপারমুনের দেখা মিলবে আজ। এছাড়া পৃথিবী থেকে চাঁদকে সবচেয়ে বেশি আলোকিত দেখা যায়। আগামী ২০২৬ সালের আগে আর এমন ঘটনা ঘটবে না।
রোববার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’। এতে বলা হয়, আমেরিকা থেকে মঙ্গলবার ভোরের একটু আগে এবং ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে সূর্যাস্তের পর সুপারমুন দেখা যাবে।
আরও বলা হয়, যদি কেউ সুপারমুন দেখতে চায়, তবে এটিই সবচেয়ে উপযুক্ত সময়। কিন্তু যদি কেউ এদিন সুপারমুন দেখতে ব্যর্থ হয়, তবে আগামী সাত বছরের আগে আর দেখতে পারবে না।
টাইম অ্যন্ড ডেট ডটকমের মতে, সুপারমুন জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত টার্ম নয়। ১৯৭৯ সালে জ্যোতির্বেত্তা রিচার্ড নোলে প্রথমবারের মতো এটি ব্যবহার করেন। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসা চাঁদকে ‘নতুন বা পূর্ণচাঁদ’ বলে সংজ্ঞায়িত করেন তিনি।