আজমিরীগঞ্জ নৌ টার্মিনালে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ৩ জনকে অর্থদন্ড

আজমিরীগঞ্জ নৌ টার্মিনালে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ৩ জনকে অর্থদন্ড

হবিগঞ্জেের আজমিরীগঞ্জ বাজারে অবস্থিত আজমিরীগঞ্জ লঞ্চঘাট ও টার্মিনাল নৌকা ঘাটে অভ্যন্তরীণ নৌযান চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুসারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। আজ ০৮ আগস্ট, ২০২০ খ্রিঃ দুপুর ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে
এ সময় অধিক যাত্রী বোঝাই করে নৌকা চলাচলের দায়ে ০৩ জন নৌকা চালক
১। জাফর মিয়া (২৩), পিতা মনাফ মিয়া, সাং বড়কড়ি, ইটনা,
২। শিজিল মিয়া(২৫), পিতা চান মিয়া, সাং বড়কড়ি, ইটনা
৩। ফেজু হোসেন (২৯), পিতা মোসলেম মিয়া, সাং বড়কড়ি, ইটনা
-কে অভ্যন্তরীণ নৌযান চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুসারে অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এধরণের কর্মকান্ড না করার জন্য সতর্ক করে দেয়া হয়।
এ সময় বেশ কয়েকটি নৌকা থেকে অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দিয়ে নতুন নৌকায় চলাচলের ব্যবস্থা করা হয়।
ঘাটের ইজারাদার ও মাঝিদের নৌ চলাচলে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা রাখা, অধিক পরিমানে মালামাল বা লোক পরিবহন না করা ও আবহাওয়া প্রতিকূল হলে মাঝনদী বা হাওরে অবস্থান না করার জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়।
অভিযানে এস আই রেজা এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
জনস্বার্থে ও জনসচেতনতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com