লোকালয় ২৪

আজমিরীগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে রাস্তা ঘাট

আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ উপজেলায় পাহাড়ি ঢলে এবং উজানের পানি দিন দিন বেড়ে চলছে। ভাটিয়াল এলাকা সমূহ তলে যাচ্ছে। আজমিরীগঞ্জ এই বানের পানিতে রাস্তা ঘাট তলিয়ে যাওয়ার কারনে ২ টি ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্থা নৌকা ছাড়া গতি নেই। বদলপুর ইউনিয়নের সাথে আজমিরীগঞ্জের যোগাযোগ নৌকা ছাড়া গতি নেই। অপরদিকে কাকাইলছেও ইউনিয়নের সাথে আজমিরীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা টমটমে যাওয়া আসা করা যেত কিন্তুু বর্তমানে টমটমে চলাচল করা যায় না। আজমিরীগঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে টমটম, অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেছে। সৎ সঙ্গ সেবাশ্রম থেকে রনিয়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটারের উপরে রাস্তা ঘাট তলিয়ে গেছে। আবার কাকাইলছেও থেকে সৌলরী পর্যন্ত রাস্তা ঘাট কিছুক্ষন পরপর তলিয়ে গেছে দেখা যায়। আবার কাকাইলছেও ইউনিয়নের সাথে রসুলপুর,রায়েলা, আলীপুর,মাহতাবপুর এই কয়েকটি গ্রামের সাথে নৌপথ ছাড়া যোগাযোগ অসম্ভব। অনেকাংশ ঘরবাড়ি তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার খবর শুনে বন্যা কবলিত স্থান ১৪/০৭/২০ ইং তারিখ মঙ্গলবারে পরিদর্শন করেন আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন।।