লোকালয় ২৪

আজমিরীগঞ্জে নবোদয় সংঘের উদ্যেগে সরস্বতী পূজার মহোৎসব পালন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নবোদয় সংঘের উদ্যেগে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের সরাপনগর ( গঞ্জের হাটি) গ্রামে ১২ তম সরস্বতী পূজায় জমজমাট ডিজে নিকের আনন্দ উৎসব। প্রতি বছরের ন্যায় ফাল্গুনের পুষ্পবরনে বীণাপানি দেবীর আগমন।দেবী সরস্বতীর আরেক নাম বীণাপানি। সরস্বতী মায়ের কৃপায় বিদ্যা ও জ্ঞান লাভ করা হয়। প্রতি বছর ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী,কৃষক, সবাই মিলে পূজায় সম্মিলিত হয়ে পূজা করা হয়। এই পূজায় পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক হৃদয় দাস (অংকুর) বলেন,মায়ের কৃপা ও আশীর্বাদ কারনে আজ আমি আমার গন্তব্য স্থলে পৌছতে পেরেছি, আর এই পূজায় সকল বন্ধু মিলে একত্রিত হয়ে পূজার অংশ গ্রহন করার আনন্দ অন্য রকম।নবোদয় সংঘের অন্যতম সদস্য প্রশান্ত চক্রবর্তী বলেন,১২ তম প্রায় ১ যুগ হয়েছে আমরা নবোদয় সংঘের উদ্যেগে এইবারের আয়োজন হবে ফাটাফাটি। অন্যতম সদস্য সৈকত দাস বলেন,নবোদয় সংঘের উদ্যেগে এইবারের পূজার ডিজেই আমাদের প্রধান আকর্ষণ। আজমিরীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কনৌজ কান্তি ব্যানার্জী বলেন,ছাত্র জীবন থেকে নবোদয় সংঘের উদ্যেগে প্রতি বছর দেবী সরস্বতী পূজা করে আসছি, এই বারের অনুষ্ঠান একজাক তারুণ্যের উদ্যেগে পূজার জাকজমাট পূর্নভাবে অনুষ্ঠান হতে চলেছে।