লোকালয় ২৪

আজমিরীগঞ্জে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক, সিএনজি জব্দ

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৩নং জলসুখায় ইউনিয়নে বানিয়াচং-আজমিরীগঞ্জ ভায়া জলসুখা সড়ক থেকে ৩০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ১টি সিনজি আটক করেছে আজমিরীগঞ্জ থানা পু্লিশ।

সুত্রে জানা যায়, বিগত বেশ কিছু দিন যাবত বানিয়াচং থেকে বিভিন্ন উপায়ে আজমিরীগঞ্জের ৩নং জলসুখা ইউনিয়নের বাজারে চোলাই মদ এনে কিছু মাদক ব্যবসায়ী চোলাই মদের ব্যবসা করে আসছে ৷ এতে এলাকার যুব সমাজ পথভ্রষ্ট হচ্ছে বলেও সুত্রে জানা যায় ৷

১৬ই জুন মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৫ সাড়ে টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার নেতৃত্বে বানিয়াচং উপজেলার তবজখানী উওরহাটি বাসিন্দা মো. রওশন আলী পুত্র মো. মিটু মিয়া (২৫) এবং আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের মাধবপাশা নয়াহাটির বাসিন্দা মো. মনসুর আলী পুত্র সৌরভ মিয়া (২৬) কে বানিয়াচং-আজমিরীগঞ্জ রোডের জলসুখা এলাকায় সিএনজি আটকিয়ে ঐ দুজনকে সিএনজিসহ আটক করে ৷

সিএনজিতে থাকা প্লাস্টিকের বস্তায় ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত চোলাই মদ ও মাদক ব্যবসায়ী সিএনজি চালকসহ সিএনজি আটক করে থানায় নিয়ে আসে পু্লিশ। আটককৃত সি এন জি নং -হবিগঞ্জ -থ ১১-৬৯১৩৷

এ ব্যপারে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- এ বিষয়ে মাদক আইনে মামলা করা হয়েছে ৷