নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জের বদলপুরে কালবৈশাখী ঝড়ে দু’টি গ্রামের শতাধিক কাঁচা, আধাপাকা, বনজ ও ফলদ গাছপালা বিধ্বস্ত হয়েছে। প্রচন্ড বাতাসে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। লন্ডভন্ড হয়ে গেছে বিদ্যুতের তার। এছাড়া সবজি ও ফসলের ব্যপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার বদলপুরে কালবৈশাখী ঝড় বয়ে যায়। মাত্র ১৫ মিনিটের প্রচন্ড বাতাসে ওই ইউনিয়নের পিটুয়ারকান্দি ও বদলপুর গ্রামের দু’টি মসজিদ, শতাধিক কাঁচা ও আধাপাকা ঘর বিধ্বস্ত হয়।
অনেক ঘরের চালা ও বেড়া উড়ে যায়। ওই সব ঘরের লোকজন পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছে। বনজ ও ফলদ গাছ উপড়ে গেছে, হেলে পড়েছে অধিকাংশ গাছ ও বৈদ্যুতিক খুঁটি, লন্ডভন্ড হয়ে গেছে বৈদ্যুতিক তার ও গাছপালা।
এতে করে সবজি ক্ষেত ও চলতি বোরো মৌসুমে কৃষিজমির পাকা ধানের ব্যপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও ওই কালবৈশাখী ঝড়ের পর থেকে এ পর্যন্ত বিদ্যুত না থাকায় অন্ধকারাছন্ন অবস্থায় ভূতুরে পরিবেশে বিরাজ করছে ওই এলাকা।
Leave a Reply