লোকালয় ২৪

আজমিরীগঞ্জে অর্থদন্ডের টাকা ফেরত পেলেন চিকিৎসক

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ আজমিরীগঞ্জ উপজেলায় চিকিৎসক মো. রেজাউল করিমের জরিমানা মওকুফ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের আদায় করা জরিমানার ২০ হাজার টাকা তাকে পুনরায় ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (৫ জুলাই) আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা চিকিৎসকের বাড়িতে গিয়ে এ টাকা ফেরত দিয়েছেন। চিকিৎসক নিজেই টাকা ফেরত পাওয়ার বিষয়টি সাংবাদিকদেরকে জানিয়েছেন।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত চিকিৎসক আপিল করেছিলেন। তিনি একজন করোনাযোদ্ধাও।
এ দু’টি বিষয় বিবেচনায় তার জরিমানা মওকুফ করা হয়েছে। তাকে ২০ হাজার টাকা তাকে ফেরত দেওয়া হয়েছে।
গত শনিবার স্বাস্থ্যবিধি অমান্য করায় আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে ‘পপুলার ফিজিওথেরাপি’র সত্ত্বাধিকারী ডা. রেজাউল করিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত-ঈল ইভান। এনিয়ে সংবাদ প্রকাশ হলে চিকিৎসকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।