আগামী এক বছরে লিটন ৪-৫ পজিশনে ব্যাটিং করবে: ডমিঙ্গো

আগামী এক বছরে লিটন ৪-৫ পজিশনে ব্যাটিং করবে: ডমিঙ্গো

http://lokaloy24.com

এক দশক পর চট্টগ্রামে ফের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। চতুর্থদিন শেষে টেস্টের যে চিত্র, তাতে পরিষ্কারভাবে জয়ের সুবাস পাচ্ছে বাবর আজমের পাকিস্তান। তবে অনিশ্চয়তা খেলা ক্রিকেট বলে এখনো স্বপ্ন দেখছে টাইগাররা। যদি কিছু হয়! এজন্য আজ শেষ দিন প্রথম ইনিংসের মতো জাদুকরি বোলিং করতে হবে তাইজুল ইসলামকে। বাঁ হাতি স্পিনার না পারলেও জ্বলে উঠতে হবে মেহেদী হাসান মিরাজকে। দুই স্পিনারের প্রতিপক্ষ গুঁড়িয়ে দেওয়ার বহু নজির আছে। চট্টগ্রামে অবিশ্বাস্য কিছুর দিকে তাকিয়ে টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় একাই আলো ছড়িয়েছেন লিটন দাস।

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে এ বছর ব্যাট হাতে দারুণ সময় যাচ্ছে লিটন কুমার দাশের। ৬ টেস্টে রান করেছেন ৫৪৩। ব্যাটিং গড় ৫৪.৩০। ব্যাটিং গড়ে তার ধারে কাছেও কেউ নেই। ভারতের ঋষভ পন্ত ১১ ম্যাচে ৭০৬ রান করে শীর্ষে থাকলেও তার ব্যাটিং গড় ৪১.৫২। শ্রীলঙ্কার নিরোশান ডিকাভেলা ৭ ম্যাচে করেছেন ৪৬৩ রান, গড় ৪২.০৯। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে তো রয়েছেনই তিনি।
এছাড়া বিশ্ব ক্রিকেটে ব্যাটিং গড়ে তার অবস্থান দশে। লিটনের এমন পারফরম্যান্সে দারুণ খুশি কোচ রাসেল ডমিঙ্গো। সোমবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে লিটনের স্তুতি ঝরলো তার কণ্ঠে, ‘লিটনের গড় শেষ ১৮ মাসে প্রায় ৬০ এর কাছাকাছি। মধ্যভাগে লিটন আমাদের হয়ে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছে। আমরা তার জন্য ৬-৭ নম্বরে একটি জায়গা পেয়েছি যা তাকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সঙ্গে ব্যাটিং করার সুযোগ করে দিয়েছে। তাতে তার আত্মবিশ্বাস ভালো হয়েছে।’

যে ধারাবাহিকতায় লিটন টেস্ট ক্রিকেটে এগিয়ে যাচ্ছেন তাতে সামনে তাকে উপরে ব্যাটিং করতে দেখা যাবে বলে মন্তব্য করলেন ডমিঙ্গো। তার ভাষ্য, ‘আমরা সবাই জানি লিটন চমৎকার একজন খেলোয়াড়। টেস্ট ক্রিকেটে তার পথ খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। এক বছরেরও বেশি সময় ধরে সাদা পোশাকে সে আমাদের ইতিবাচক পারফরম্যান্স দিয়েছে। হয়তো আগামী এক বছরে আমরা তাকে বাংলাদেশের হয়ে ৪ বা ৫ নম্বরে দেখতে পারি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com