রংপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমনকে ঘিরে সাজসাজ রব পড়েছে। আগামীকাল রোববার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী আসবেন এ কারণে চাঙ্গা হয়ে উঠেছেন নেতাকর্মীরা।
রংপুরের ৬টি আসনের মধ্যে রংপুর-১ গঙ্গাচড়া, রংপুর-৩ সদর আসন জাতীয় পার্টিকে ছাড় দিয়ে বাকি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ), রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া), রংপুর-৫ মিঠাপুকুর ও রংপুর-৬ পীরগঞ্জ আসনে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের জনসভায় তিনি যোগ দেবেন বলে দলীয় সূত্র জানায়।
তবে শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি এলাকায় রংপুর-৬ পীরগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে নৌকা মার্কায় ভোট চাইবেন এবং পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন শেখ হাসিনা। রংপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীসহ রংপুরবাসী পুত্রবধূ শেখ হাসিনাকে বরণ করে নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।