সংবাদ শিরোনাম :
আক্রান্তের সংখ্যা কম হলেও আমরা ঝুঁকিমুক্ত নই

আক্রান্তের সংখ্যা কম হলেও আমরা ঝুঁকিমুক্ত নই

lokaloy24.com

লোকালয় ডেস্ক: আক্রান্তের সংখ্যা কম হলেও আমরা ঝুঁকিমুক্ত নই, আপনারা ঘরে থাকুন, বললেন সেব্রিনা ফ্লোরা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দায়িত্বাধীন পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা গণমাধ্যমে দেখেছি গতকাল বাসা থেকে বের হয়েছেন অনেকেই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি বাসা থেকে বের হবেন না। আমাদের পরামর্শ মেনে ঘরে থাকতে হবে। যদি বের হতেই হয়, তবে মাস্ক পরে বের হন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৩৮ জনের। যাদের নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তার বয়স ২০ বছর। তিনি একজন নারী। জাগোনিউজ

তিনি আরও বলেন, নমুনা সংগ্রহের প্রক্রিয়া সহজতর করার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ দেখা গেলে আইইডিসিআরের হটলাইন কিংবা জেলা পর্যায়ের হট লাইনেও যোগাযোগ করার সুযোগ রয়েছে। সুতরাং আপনারা সরাসরি হাসপাতালে না গিয়ে হট লাইনে যোগাযোগ করুন। আমরা আবারও অনুরোধ করছি, আমাদের দেয়া পরামর্শগুলো মেনে চলার জন্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com