লোকালয় ২৪

আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব: এমপি আবু জাহির

আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব: এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন বাংলাদেশের শ্রমজীবী মাুনষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিদেশে কাজ করতে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। সেইসঙ্গে শ্রমিকদের কর্মক্ষেত্র যেন শান্তিপূর্ণ ও নিরাপদ থাকে সে দিকেও বিশেষ দৃষ্টি দেয়া হচ্ছে। এতেই প্রমাণিত হয় বর্তমান আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব।
শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, একাত্তরে অল্প সময়ের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশটির কলকারখানাগুলো জাতীয়করণ করে শ্রমিকদের কাজের সুযোগ করে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ যারা কৃষক শ্রমিক মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, খেঁটে খাওয়া মানুষ তাদের কল্যাণের উদ্দেশ্যেই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তিনি। কাজেই আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে সব সময় সাধারণ মানুষের কল্যাণেই কাজ করেছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হলো, এ দেশের মেহনতি মানুষের জন্য।
এ সময় বিএনপি-জামায়াতের আমলে শ্রমিকদের অধিকার বি ত হওয়াসহ ব্যাপক আনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরে এমপি আবু জাহির বলেন, তারা ক্ষমতায় থাকলে দাবি আদায়ের জন্য আন্দোলন করে প্রাণ দিতে হয় শ্রমিকদেরকে। কিন্তু জাতির পিতার কন্য জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের অগ্রাধিকার দিয়েই দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছেন। এ সময় বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে কাজ করার জন্য জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।
জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজুর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, জেলা রেল শ্রমিক লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, নওশের আলী, মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরী, সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক তাজুল ইসলাম, চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগ সভাপতি খালেদ তরফদার, হবিগঞ্জ পৌর শ্রমিক লীগ সভাপতি ফজলু মিয়া, পোস্টাল শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম, টিএন্ডটি শ্রমিক নেতা ইলিয়াছ মিয়া, পানি উন্নয়ন বোর্ড, সোনালী ব্যাংক শ্রমিক নেতা লুৎফুর রহমান, কৃষি ব্যাংক সিবিএ নেতা চন্দন সূত্রধর, বিদ্যুৎ শ্রমিক নেতা মুখলেছ মিয়া, ম্যাক্সি শ্রমিক নেতা ওয়াহিদ মিয়া, বানিয়াচং উপজেলা শ্রমিক লীগ সভাপতি মাহমুদ বিশ্বাস, নবীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি অবদাল করিম, আজমিরীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান জীবন, শায়েস্তাগঞ্জ পৌর শ্রমিক লীগ নেতা তাজুল ইসলাম, লাখাই উপজেলা শ্রমিক লীগের শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, মাধবপুর উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আবায়ক শাহজাহান মিয়াসহ বিভিন্ন ইউনিট শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদ বিশ্বাস এবং গীতা পাঠ করেন প্রফুল্লা চন্দ্র বৈষ্ণব।