লোকালয় ২৪

আওয়ামী লীগ গণতন্ত্র ও আইনের শাসনের শত্রু: রিজভী

আওয়ামী লীগ গণতন্ত্র ও আইনের শাসনের শত্রু: রিজভী

বার্তা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও আইনের শাসনের শত্রু। তারা একতরফা নির্বাচনের জন্যই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছে। আবারো ফাঁকা মাঠে গোল দিতে চায়। কিন্তু বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবেনা, হতে দেওয়া হবে না।

আজ রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নতুন কর্মসূচির কথা জানানোর পর তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছে। গতকাল শেখ হাসিনা খুলনায় নৌকা মার্কার ভোট চেয়েছেন। একতরফাভাবে প্রচারণা চালাচ্ছেন তারা। বিএনপি নির্বাচন কমিশনকে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি।

এ সময় রিজভী নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, বর্তমানে তারা সরকারের মাইক্রোফোন হিসেবে কাজ করছে। তারা চাকরি হারানোর ভয়ে প্রধানমন্ত্রীর নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কিছুই বলছে না।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, আমীরুল ইসলাম আলিম, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।