জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ তিনবার আমাদের সহযোগিতায় ক্ষমতায় এসেছে, বিনিময়ে কিছুই পাইনি।
সোমবার জাপার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় এরশাদ এ কথা বলেন।
১৯৯৬ সালে বিএনপি সরকার গঠনে জাতীয় পার্টির সমর্থন চেয়েছিল জানিয়ে এরশাদ জানান, তাকে সে সরকারের প্রধানমন্ত্রী করার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন।
‘১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি পেয়েছিল ১৩৪ আসন, জাপা পায় ১৬, আর আওয়ামী লীগ ১৪৪ আসন পায়, জামায়াতের ছিল তিনটি। আমরা বিএনপির সঙ্গে যোগ দিলে জামায়াতের তিনটিসহ ১৫৩টি আসন নিয়ে সরকার গঠন করত বিএনপি।’
তিনি বলেন, ‘১৯৯৬ সালে জেলে আমার কাছে মধ্যরাতে লোক পাঠিয়েছিল বিএনপি। সমর্থন চেয়ে বলেছিল- আমি প্রধানমন্ত্রী হতে চাইলেও তাদের আপত্তি নেই। কিন্তু আমি আওয়ামী লীগকে সমর্থন দেই, তারা সরকার গঠন করে।’
আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টির সঙ্গে অন্যায় করেছে অভিযোগ করে দলের চেয়ারম্যান বলেন, ‘আমার দলের মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে আমার দল ভাঙা হলো।
বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, সীমাহীন অত্যাচার করে বিএনপি জাপাকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। তাকে ‘বিনা দোষে’ কারাবন্দি করে রাখে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে এরশাদ বলেন, ‘আল্লাহ আছেন, বিচার আছে। আমাকে জেল দিয়েছিলেন। এখন জেল আপনার (খালেদা জিয়া) অতি সন্নিকটে। অনেক অন্যায় করেছেন, তার প্রতিফল পাচ্ছেন।’