লোকালয় ডেস্কঃ ক্রিকেটের ইতিহাসে এমন স্কোরকার্ড আগে কখনো ঘটেছিল কিনা কে জানে? কুয়ালালামপুরে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি এশিয়া অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল মিয়ানমার ও মালয়েশিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে দু’দল মিলিয়ে ২০ রান তুলতেই ১০ উইকেট হারায়! যেখানে প্রথমে ব্যাট করা মিয়ানমার দলীয় ৯ রানেই ৮ উইকেট হারায়।
টসে হেরে প্রথম ব্যাট করতে নামে মিয়ানমার। তবে ১০.১ ওভার খেলে এই দশা হয় তাদের। এরপরই বৃষ্টি শুরু হয়। দলের ব্যাটসম্যানদের মধ্যে ৭ জনের স্কোর শূন্য। একজন অবশ্য শূন্য রানে অপরাজিত থাকেন। ব্যক্তিগত সর্বোচ্চ ১২ বলে ৩ রান করেন অপরাজিত থাকেন ইয়ে কো আং। দলের পুরো ইনিংসে কোনো বাউন্ডারি নেই।
মালয়েশিয়া বোলারদের মধ্যে স্পিনার পভনদ্বীপ সিং ৪ ওভার বল করে মাত্র এক রানে ৫টি উইকেট তুলে নেন। তিনি ৩টি ওভার মেডেন দেন।
জবাব দিতে নেমে মালয়েশিয়ার জন্য বৃষ্টি আইনে ৮ ওভারে ৬ রানের টার্গেট দাঁড়ায়। তবে শুরুতে তাদেরও ভগ্নদশা দেখা দেয়। পাইং দানুর প্রথম ওভারে স্বাগতিকদের দুই ওপেনার ব্যক্তিগত শূন্য রানে ফেরেন। তবে শেষ পর্যন্ত এক ওভার ৪ বলে ১১ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। শুহান আলাগারতনমা ছক্কা মেরে জেতান।
প্রথম ইনিংস শেষে ম্যাচের আম্পায়ারা অবশ্য খেলাটিকে পরিত্যক্ত ঘোষণা করতে চেয়েছিলেন। তবে মালয়েশিয়ার ক্রিকেটাররা গিয়ে মাঠের পানি সরিয়ে ফের ব্যাটিংয়ে নামেন।