লোকালয় ২৪

আইসিসির নতুন ওয়ানডে র‌্যাঙ্কিং, যুক্ত হল আরো ৪ দল

আইসিসির নতুন ওয়ানডে র‌্যাঙ্কিং, যুক্ত হল আরো ৪ দল

ক্রীড়া ডেস্ক : টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এতোদিন ছিল মোট ১২টি দল। কিন্তু আজ থেকে সেই তালিকাটা হয়েছে ১৬ দলের। টেস্ট খেলুড়ে ১২ দেশের সঙ্গে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে আরো চারটি দল। তারা হল নেপাল, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।

গেল বছর আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। সে কারণে তাদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়েছে। অন্যদিকে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের পারফরম্যান্সের ভিত্তিতে স্কটল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতকেও আনা হয়েছে র‌্যাঙ্কিংয়ের আওতায়।

২৮ পয়েন্ট নিয়ে নিয়ে স্কটল্যান্ড অবস্থান নিয়েছে র‌্যাঙ্কিংয়ের ১৩তম স্থানে। ১৮ পয়েন্ট নিয়ে সংযুক্ত আরব আমিরাত রয়েছে ১৪তম স্থানে। নেপাল ও নেদারল্যান্ডস এখনো কোনো রেটিং পয়েন্ট অর্জন করতে না পারায় তাদের ট্যালিতে যুক্ত করা হয়নি। তারা আর মোট চারটি ম্যাচ খেললেই ট্যালিতে যুক্ত হয়ে যাবে।

এখন থেকে এই দল চারটি যে ম্যাচগুলো খেলবে তার ভিত্তিতে তাদের রেটিং পয়েন্ট ও র‌্যাঙ্কিংয়ে উন্নতি কিংবা অবণতি ঘটবে।

আইসিসির নতুন র‌্যাঙ্কিং :
১. ইংল্যান্ড (১২৫ রেটিং পয়েন্ট)
২. ভারত (১২২)
৩. দক্ষিণ আফ্রিকা (১১৩)
৪. নিউজিল্যান্ড (১১২)
৫. অস্ট্রেলিয়া (১০৪)
৬. পাকিস্তান (১০২)
৭. বাংলাদেশ (৯৩)
৮. শ্রীলঙ্কা (৭৭)
৯. ওয়েস্ট ইন্ডিজ (৬৯)
১০. আফগানিস্তান (৬৩)
১১. জিম্বাবুয়ে (৫৫)
১২. আয়ারল্যান্ড (৩৮)
১৩. স্কটল্যান্ড (২৮)
১৪. আরব আমিরাত (১৮)
১৫. যুক্ত হবে (নেপাল)
১৬. যুক্ত হবে (নোদারল্যান্ডস)।