সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি, তিন যুবক আটক

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি, তিন যুবক আটক

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  পটুয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদা আদায়ের সময় তিন যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে সদর উপজেলার ইটবাড়িয়া এলাকার কালিচান্না খেয়াঘাটের অপর প্রান্ত থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- শহরের বড় চৌরাস্তা এলাকার মোহাম্মদ রাহাত, রিফাত হোসেন ও মেহেদী হাসান।

সদর থানার ওসি আক্তার মোর্শেদ জানান, সন্ধ্যায় শহরতলীতে লকডাউনে দোকান খোলা রাখায় ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন ওই তিন যুবক। এরই ধারাবাহিকতায় রাতে খেয়াঘাটের অপর প্রান্তে মোটরসাইকেল চালিয়ে চাঁদা আদায় করতে যান তারা। এ সময় ব্যবসায়ীরা পরিচয় জানতে চাইলে নিজেদের সাংবাদিক আবার কারো কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে দাবি করেন। এতে সন্দেহ হলে কৌশলে তাদের আটকে রেখে ব্যবসায়ীরা পুলিশে খবর দেয়। পরে তাদের আটক করে থানায় আনে পুলিশ।

ওসি আরো জানান, এ সময় আটকদের কাছ থেকে চাঁদাবাজি করা পাঁচ হাজার টাকা ও ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com