লোকালয় ২৪

আইডি কার্ড না থাকায় একজনকে পুলিশে দিল ছাত্রলীগ

ঢাবি, প্রতিনিধি : রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন চলার সময় একজনকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার, ৪ আগস্ট দুপুরে গাড়ির লাইসেন্স পরখ করার সময় ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেন তারা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের বিদায়ী কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারকে বলেন, ‘স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী ইউনিফর্ম পড়ে এবং গলায় আইডি কার্ড ঝুলিয়ে শাহবাগে অবস্থান করছিল। কিন্তু তাদের কিছুটা সামনে যেয়ে ভিন্ন পোশাকের কয়েকজন গাড়ি থামিয়ে লাইসেন্স দেখছিল।’

শাকিল বলেন, ‘এ সময় তাদের মধ্য থেকে একজনকে ডেকে এনে আমরা তাদের নাম পরিচয় জানতে চাইলে তারা রহস্যজনক আচরণ করতে থাকে। সে নিজেকে ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী পরিচয় দেয়। কিন্তু তার কাছে কোন আইডি কার্ড ছিল না। শাহবাগে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও তাকে চিনতে পারেনি। পরে আমরা তাকে শাহবাগ থানায় দিয়ে আসি।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশে দেওয়া ওই ছাত্রকে পুলিশে দেওয়ার আগে ছাত্রলীগ কর্মীরা মারধর করার চেষ্টা করলে সেখানে উপস্থিত নেতারা তাদেরকে নিবৃত্ত করেন এবং ওই ছেলেকে থানায় সোপর্দ করেন।

ঘটনাস্থলে উপস্থিত ১৫-২০ জন ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিদায়ী কমিটির সদস্য মুনতাসির হাসিফ, তন্ময় মীর এবং সূর্যসেন হল শাখা ছাত্রলীগের বিদায়ী কমিটির সূর্য সেন হলের যুগ্ম সাধারণ সম্পাদক শাসসিল আরেফিন রিয়েল ও হাবিবুর রহমান সুমনকে দেখা গেছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বিকেল ৫টার দিকে টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারকে বলেন, ‘অছাত্র একজনকে থানায় দিয়েছিল। পরে অভিভাবক আসার পর আমরা সাধারণ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। আন্দোলনরত কাউকে আটকে রাখা হয়নি।’