তথ্য প্রযুক্তি ডেস্কঃ
অ্যাপল তাদের আইফোন ও আইপ্যাডের জন্য পরবর্তী সংস্করণের মোবাইল অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে।
৪ জুন, সোমবার ওয়ার্ল্ড অয়াইড ডেভলপার কনফারেন্সে নতুন অনেক পরিবর্তন নিয়ে আসা এই হালানাগাদের ঘোষণা দেয় অ্যাপল।
আইওএস ১২ অপারেটিং সিস্টেমে অনেক নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। আইফোন ৫এস, আইফোন ৫এসই, আইফোন ৬, ৬ প্লাস, আইফোন ৬এস, ৬এস প্লাস, আইফোন ৭, ৭ প্লাস, আইফোন ৮, ৮প্লাস এবং আইফোন টেনে এই হালনাগাদ অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।
এখন থেকে আইওএস ১২-এর ডেভলপার প্রিভিউ পাওয়া যাবে আর সেপ্টেম্বর মাসে সবার জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হবে।
এ ছাড়াও নতুন এই হালনাগাদে এআর(অগমেন্টেড রিয়েলিটি) আরও উন্নীত করা হয়েছে। এআরের নতুন ফাইল ফরম্যাট ইউএসডিজেড সমর্থন করবে আইওএস১২।