লোকালয় ডেস্কঃ কোম্পানির ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন করার পরিকল্পনা করেছে কোকাকোলা।
অ্যালকোপপ ধরনের (অ্যালকোহলযুক্ত এক ধরনের কোমল পানীয়) এই পানীয়টি জাপানের বাজারে ছাড়া হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
জাপানের স্থানীয় মদ শোচু মিশিয়ে তৈরি করা ক্যানের পানীয় চু-হি’র ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে পুঁজি করতেই কোকাকোলার এমন পরিকল্পনা।
ওই পানীয়তে সাধারণত তিন থেকে আট শতাংশ অ্যালকোহল থাকে।
কোকাকোলা জাপানের প্রেসিডেন্ট হোর্হে গার্দুনো জানিয়েছেন, তাদের নতুন ওই পানীয় আপাতত জাপানের বাইরে বিক্রির সম্ভাবনা কম।
চু-হি হলো শোচু হাইবলের সংক্ষিপ্ত নাম। বিয়ারের বিকল্প হিসেবে জাপানে বাজারজাত করা হয় ওই পনীয়। জাপানে নারীদের মধ্যেও চু-হি জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তরুণ ক্রেতারা ক্রমেই স্বাস্থ্য সচেতন হয়ে উঠতে থাকায় কোকাকোলা তাদের সনাতন ‘ফিজি’ পানীয়ের পাশাপাশি পানি ও চায়ের মতো পণ্যের দিকেও নজর বাড়িয়েছে।