নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাছির মিয়া হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ।
বুধবার (১০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার শিবপাশা গ্রামের সাবিউর রহমান ও গাজিউর রহমান।
মামলার বিবরণে জানা যায়, নিহত বাছির মিয়া চৌধুরীকে ২০১৩ সালের ৯ জুন মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে দন্ডপ্রাপ্তরা হত্যা করে। এ ঘটনার পর জিলু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। আজ বিচারক এ রায় প্রদান করেন। রায়ে দন্ডপ্রাপ্ত গাজিউর রহমান পলাতক রয়েছে।
হবিগঞ্জ কোর্ট পুলিশের ওসি কাজী কামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।