লোকালয় ২৪

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো কিছু অর্জন করবো: মাহমুদুল্লাহ

আমিরাতে টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে হোয়াইটওয়াশ। সামনের বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে আরেক বিশ্বকাপ। শুক্রবার (১০ ডিসেম্বর) বিসিবি একাডেমি কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে গণামধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

‘আগে যে জিনিসটা বলে আসছি, সম্ভবত আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলিং ইউনিট আমি মনে করি ধারাবাহিকভাবে ভালো করছে। কিছু ছোটখাটো জিনিস আছে সেগুলো আমরা যদি ধারাবাহিকভাবে প্রতিটি সিরিজে উন্নতি করি তবে ইনশাআল্লাহ আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারবো’- অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে এক প্রশ্নে এভাবেই উত্তর দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক।
আগামী বছর ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মাহমুদুল্লাহ মনে করেন অস্ট্রেলিয়ার কন্ডিশন ভালো, ভালো-খারাপ নির্ভর করবে নিজেদের উপর, ‘একটা নির্ভর করে আমরা কি রকম টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। অনেক পথ পাড়ি দেওয়া বাকি আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। ট্রু বাউন্স, ট্রু পেস থাকে। এখন বিষয়টা আমাদের উপর, কীভাবে আমরা জিনিসটা হ্যান্ডেল করি।’